মধ্যরাতে সৌদি আরবের সেনাপ্রধানসহ সামরিক প্রধানরা বরখাস্ত

রাজকীয় আদেশ জারির মাধ্যমে সৌদি আরবের সেনাপ্রধানসহ বিমান বাহিনী, পদাতিক বাহিনী ও বিমান প্রতিরক্ষা বাহিনীর প্রধানদের বরখাস্ত করেছেন বাদশাহ সালমান । গতকাল সোমবার মধ্যরাতে দেশটির শীর্ষ কয়েকজন সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন তিনি । খবর বিবিসি ।

ইয়েমেনে বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি জোটের লড়াইয়ের তিনবছর পূর্তির আগে আগে এই রদবদলের ঘটনা ঘটলো।

বিবিসির খবরে বলা হয়, রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি নিউজ এজেন্সিতে এসব খবর জানানো হলেও সামরিক কর্মকর্তাদের বরখাস্ত করার কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, রাজকীয় এসব সিদ্ধান্তের পেছনে রয়েছেন যুবরাজ মোহামেদ বিন সালমান। দেশটিতে বেশ কয়েকজন নতুন উপ মন্ত্রীও নিয়োগ দেয়া হয়েছে, যাদের মধ্যে একজন নারী মন্ত্রীও রয়েছেন।

গত বছর যুবরাজ সালমানের দুর্নীতি বিরোধী অভিযানেই বেশ কয়েকজন পরিচিত সৌদি নাগরিক, প্রিন্স, মন্ত্রী আর কোটিপতিদের রিয়াদের একটি পাঁচ তারকা হোটেলে বন্দী করা হয়েছিল।

বিবিসি বলছে, বাদশাহের ক্ষমতার প্রতীক হিসাবে পরিচিত প্রতিষ্ঠানগুলোয় এটি আরেক দফা সংস্কার চালানো হল, যদিও এসব পদক্ষেপের পেছনে তার পুত্র এবং উত্তরাধিকারী যুবরাজ সালমান রয়েছেন। ইয়েমেনে সৌদি জোটের অভিযানও যুবরাজের সিদ্ধান্তে হয়েছিল, যা দৃশ্যত ব্যর্থ হয়েছে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *