ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে অনিয়ম, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা

ভেনেজুয়েলার বেশ কয়েকজন কর্মকর্তার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার কথা চিন্তা করছে ইউরোপীয় ইউনিয়ন(ইইউ)। সংগঠনটি দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আহবান জানিয়েছে। এ খবর দিয়েছে আল জাজিরা।

খবরে বলা হয়, সম্প্রতি ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে। বেশিরভাগ বিরোধীদলই নির্বাচন বর্জন করেছে। অংশগ্রহণকারী বিরোধীদল অনিয়মের অভিযোগ তুলেছে। নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রও।

গতকাল সোমবার ব্রাসেলসে ইইউ’র পররাষ্ট্র মন্ত্রীরা এক নিয়মিত বৈঠক করেন। বৈঠক শেষে দেয়া এক বিবৃতিতে ভেনেজুয়েলার নির্বাচন নিয়ে তারা বলেন, নির্বাচনী প্রক্রিয়া সর্বব্যাপী ও গণতান্ত্রিক নির্বাচনের জন্য প্রয়োজনীয় নিশ্চয়তা নিশ্চিত করতে না পাড়ায় এটি গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে আরো বলা হয়, প্রতিষ্ঠিত প্রক্রিয়া মেনে ইইউ, দ্রুত অতিরিক্ত ও প্রতিবর্তনযোগ্য নিষেধাত্মক পদক্ষেপ নেবে। এই পদক্ষেপগুলো ভেনেজুয়েলার জনগণের ক্ষতি করবেনা। ইইউ তাদের সঙ্কটাপন্ন অবস্থা উপশম করতে চায়।

ধারণা করা হচ্ছে আগামী মাসের ২৫ তারিখ লুক্সেমবার্গে অনুষ্ঠেয় এক বৈঠকে নিষেধাজ্ঞাগুলো আনুষ্ঠানিকভাবে আরোপ করা হবে। শুক্রবার ইইউ কূটনৈতিকরা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, সংগঠনটি ভেনেজুয়েলার মোট ১১ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা ভাবছে।

প্রসঙ্গত, এই বছরের জানুয়ারিতে ভেনেজুয়েলার সাত নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ। পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *