ভারতের দু’রাজ্যে বন্যায় লাখ লাখ মানুষ বন্যাদুর্গত
ভারতের আসাম-ত্রিপুরা রাজ্যে প্রবল বন্যায় লাখ লাখ মানুষ বন্যাদুর্গত হয়ে পড়েছে। আসাম রাজ্যে সাতটি জেলার ৬৬৮টি গ্রামের ৩ লাখ ৮৬ হাজার ৫৭০ মানুষ বন্যাদুর্গত হয়ে পড়েছে। বন্যার পানিতে ৩২৫টি বাড়ি ভেসে গেছে। বন্যার সঙ্গে যোগ হয়েছে ভূমিধস। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে ধসের খবর। শুক্রবার ধসের কবলে পড়েছে কামাখ্যা পাহাড়ে যাওয়ার রাস্তাও। ধসের কারণে রেল ও সড়ক পথেও বিপত্তি দেখা দিয়েছে।
শুধু আসাম নয়, ধসের ফলে মণিপুর, মিজোরাম ও ত্রিপুরারও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বন্যায় ত্রিপুরার নতুন নতুন এলাকা প্লাবিত হয় বলে জানা গেছে। রাজধানী আগরতলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যের পরিস্থিতি ভয়াবহ।
এদিকে প্রায় ৪০ বছর পর বড় ধরনের বন্যার কবলে পড়েছে মিয়ানমার। কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টিপাতে দেশটির মন রাজ্যের মাওলামাইন শহরসহ কয়েকটি শহর ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। বন্যায় মিয়ানমারের বেশির ভাগ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। চার লাখেরও বেশি মানুষ বন্যায় ঘরছাড়া।