ভারতের গোপন তথ্য পাকিস্তানে পাচার, আটক এক বিজ্ঞানী
ভারতের গোপনীয় তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগে নিশান্ত আগরওয়াল নামে এক উচ্চপদস্থ বিজ্ঞানীকে আটক করেছে ভারতীয় পুলিশ। তিনি ভারতের ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-এ কর্মরত ছিলেন।
ভারতের উত্তরপ্রদেশ পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড-এর পক্ষে জানানো হয়েছে, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রকে গোপনে ব্রহ্মস টেকনোলজি সংক্রান্ত নথি হস্তান্তর করেছে নিশান্ত আগরওয়াল।
সংস্থাটি জানায়, কেবল নিশান্ত আগরওয়ালই নয়। ডিআরডিও দপ্তরের কানপুর শাখায় আরো দু’জন বিজ্ঞানীর ওপরও নজর রাখা হচ্ছে।