ব্রাজিলে বর্ষণে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাও পাওলো রাজ্যের উপকূলীয় এলাকায় ভারী বর্ষণে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ হয়েছে। এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিপাতের কারণে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহরগুলোতে ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে। সাও পাওলো রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় দুই হাজার ৫০০ মানুষ এখনও গৃহহীন। সাও সেবাস্তিয়াও শহরে ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা মন্ত্রীসভার সদস্যদের নিয়ে সোমবার (২০ ফেব্রুয়ারি) শহরটি সফর করেন। প্রায় ৯১ হাজার মানুষের জন্য নিরাপদ স্থানে নতুন করে ঘর নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *