বোমা হামলার দায়ে আকায়েদ উল্লার বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন

নিউ ইয়র্কে বোমা হামলার দায়ে বাংলাদেশি তরুণ আকায়েদ উল্লাহ বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্রের আদালত জানিয়েছেন অ্যাটর্নি জিওফ্রে বারম্যান।

বিপুল ক্ষয়ক্ষতি ও আইএসের নামে ভীতি ছড়াতেই হামলাটি চালানো হয়েছিলো বলেও জানান বারম্যান। গত ১১ই ডিসেম্বর ম্যানহাটনের বাস টার্মিনালে বোমা হামলার চেষ্টা করেন আকায়েদ। বোমাটি ঠিকমত বিস্ফোরিত না হওয়ায় গুরুতর আহত হন তিনি। আহত হয় তিন পুলিশ সদস্যও। পের হাসপাতাল থেকে ভিডিও কনফারেন্সে শুনানিতে অংশ নেন ২৭ বছর বয়সী আকায়েদ।

প্রায় সাত বছর আগে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ী হন আকায়েদ। তিনে গ্রিন কার্ডধারী, যুক্তরাষ্ট্রের বৈধ নাগরিক। নিউ ইয়র্কে হামলার আগে ফেইসবুকে এক পোস্ট দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছিলেন আকায়েদ উল্লাহ।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *