বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ২৪ পিচ স্কর্ণেরবারসহ ডাক্তার আটক
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় দুই কেজি ৪শ গ্রাম ওজনের ২৪টি স্বর্ণের বারসহ আব্দুর রাজ্জাক(৪৭) নামে এক গ্রাম্য ডাক্তারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (২৭ মার্চ) বিকাল ৩ টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি বেনাপোলের পুটখালী গ্রামের আতাল সদ্দারের ছেলে।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। পরে বিজিবি অভিযান চালিয়ে এক পাচারকারীকে আটক করে। তার কাছ থেকে ২৪টি স্বর্ণেরবার পাওয়া যায়। আটক পাচারকারী পুটখালী গ্রামের একজন গ্রাম্য ডাক্তার।
২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, আটক স্বর্ণেরবারসহ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
জে-থার্টিন,খুলনা