বেনাপোলে ২২ লাখ টাকাসহ মুদ্রা পাচারকারী আটক
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি:
বন্দরনগরী বেনাপোলে ২২ লাখ ২২ হাজার বাংলাদেশি টাকাসহ রহিম(৩৫) নামে এক মুদ্রা পাচারকারীকে আটক করছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা। শুক্রবার(১৩এপ্রিল) সকাল ১১টার দিকে বেনাপোল পৌরসভার ডাব্লু মার্কেট থেকে ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা এই টাকা আটক করে। আটক রহিম শার্শার বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া গ্রামের আয়নাল ইসলামের ছেলে। বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল বাজারের একটি মার্কেটে অবৈধ হুন্ডির টাকা লেনদেন হচ্ছে পরে বিজিবি অভিযান চালিয়ে ২২লাখ ২২হাজার টাকাসহ ওই হুন্ডি ব্যবসায়ীকে আটক করে। বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আবুল কাশেম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
জে-থার্টিন, খুলনা