বিরামপুর পৌরসভায় কর্ম বিরতি পালিত
বিরামপুর প্রতিনিধি: সরকারী কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনসহ অন্যান্য সকল সুবিধা রাষ্ট্রিয় কোষাগার থেকে প্রাপ্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিরামপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ সোমবার (১৫ ও ১৬ জানুয়ারী) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবরতি পালন করেছে। পানি ব্যতিত সকল কার্যক্রম বন্ধ থাকার কারনে সেবা নিতে আসা পৌরবাসীরা ভোগান্তির স্বীকার হয়।
পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন বিরামপুর শাখার উদ্যোগে পৌর চত্বরে মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নির্বাহী প্রৌকশলী ফয়জুল ইসলাম, পৌর সচিব সেরাফুল ইসলাম, সহকারী প্রৌকশলী সেলিম উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েম মোঃ সজল, হিসাব রক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, প্রচার সম্পাদক এস এম মাসুদ রানা, কোষাধ্যক্ষ রায়হান কবীর চপল।