বিএনপির ৭ দফা দাবি মানা সম্ভব নয় – হানিফ

সরকারের পক্ষে বিএনপির ৭ দফা দাবি মানা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচির প্রথম দিন সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে নৌকার পক্ষে নির্বাচনী গণসংযোগের সময় তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, সরকারের পক্ষে আপনাদের (বিএনপি) দাবি দাওয়া মানা সম্ভব নয়। এছাড়া খালেদা জিয়াকেও মুক্তি দেয়া এ সরকারের পক্ষে অসম্ভব। আপনারা নির্বাচনের প্রস্তুতি নিন। আপনাদের স্বাগত জানাব। আর নির্বাচনে অংশ না নিয়ে যদি বানচালের চেষ্টা করেন তাহলে পরিণতি হবে ভয়াবহ।

হানিফ বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করে। তিনদিনে আওয়ামী লীগের ৯০ হাজার নেতাকর্মীকে জেলে ভরে। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া, আহসান উল্লা মাস্টার, মমতাজ উদ্দিনসহ ২৬ হাজার নেতাকর্মীকে বোমা মেরে, অত্যাচার নির্যাতন করে হত্যা করে। তখন গণতন্ত্র কোথায় ছিল? ফখরুল ইসলাম কী এ প্রশ্নের জবাব দিতে পারবেন?

খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে হানিফ বলেন, খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজা পেয়ে কারাগারে রয়েছেন। এখানে সরকারের কোনো হাত নেই। তাকে মুক্তি দেয়াও সরকারের পক্ষে সম্ভব না। হয় আইনি লড়াই অথবা ভুল স্বীকার করে রাষ্ট্রপতির ক্ষমার মাধ্যমে খালেদার মুক্তি সম্ভব। অন্যকোনো ওয়েতে তার মুক্তি হবে না। গণসংযোগকালে আগামী নির্বাচনে এলাকাবাসীর কাছে নৌকা প্রতীকে ভোট চান তিনি। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, এনামুল হক শামীম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, এস এম কামাল, ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনু চৌধুরী প্রমুখ।

এছাড়া হানিফের নেতৃত্বে কাপ্তান বাজার মার্কেটের দোকানদারদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। একইসঙ্গে আওয়ামী লীগ নেতারা দোকানদার ও ব্যবসায়ীদের কাছে নৌকা মার্কায় ভোট চান। এ সময় নৌকা নৌকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *