বিএনপির দুই নেতা জামিনে মুক্তি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম গতকাল মঙ্গলবার কাশিমপুর কারাগার-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
কারামুক্তির পর নাজিম উদ্দিন আলম বলেন, ‘আমরা দুজন মুক্তি পেয়েছি। কিন্তু এতে কোনো আনন্দ নেই। কারণ আমাদের নেত্রী জেলে। তিনি জামিন পাননি।’
শারীরিকভাবে তারা দুজন সুস্থ আছেন বলেও জানান বিএনপির এই নেতা।
গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় মহাখালী ডিওএইচএসে নিজ বাসা থেকে আটক হন নাজিম উদ্দিন আলম। ওই সময় তার বাসা থেকে আমান উল্লাহ আমানকেও আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়।