বালিয়াডাঙ্গীতে জাতীয় শোক দিবস উপলক্ষে র ্যালী ও আলোচনা সভা
জাহাঙ্গীর আলম, বালিয়াডাঙ্গী: ১৫ আগষ্ট জাতির জনক শেখ মজিবুর রহমানের ৪৩ তম শাহ্দাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা চত্বর হতে একটি শোক র ্যালী বের করে।
শোক র্যালীতে উপজেলা আওয়ামীলী, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, আওয়ামী সহযোগী সংগঠন, বিভিন্ন পেশাজীবি, শিক্ষা প্রতিষ্ঠানসহ উপস্থিত থেকে শোক র ্যালী বালিয়াডাঙ্গী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হওয়ার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করেন।
শোক র ্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা আঃলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আঃ মান্নান, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, আঃলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি প্রভাষক জনাব, মোঃ মাজহারুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক সহিদুর রহমান প্রমুখ।