বাউফলে এইচএসসি ও সমমানের পরীক্ষাও সিসি ক্যামেরার আওতায়
মোঃঅাল অালেম বিশ্বাস নিজস্ব প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলা প্রশাসনের উদ্যেগে ও জাতীয় সংসদের চীফ হুইপ আ.স.ম ফিরোজ এম পি এবং উপজেলা পরিষদের সহযোগিতায় এস এস সি পরীক্ষার মতো আজ সোমবার এইচএসসি ও সমমানের পরীক্ষা নকলমুক্ত পরিবেশে নেওয়ার লক্ষ্যে এইচ এসসি ৩ ভেন্যুতে ৫টি কেন্দ্রে ও মাদ্রাসা আলিম পরীক্ষা ৩টি কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় অনুষ্ঠিত হয়েছে।
সদ্য সমাপ্ত প্রথমবারের মত এসএসসি ও সমমানের পরীক্ষা উপজেলার সকল কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহামুদ জামান। তার জন্য তিনি গত ২৬ ফ্রেব্রুয়ারি পটুয়াখাজেলায় শ্রেষ্ঠ উপজেলা নিন এবং জেলা প্রশাসক কর্তৃক গত ১৩ মার্চ তারিখ পুরস্কার গ্রহণ করেন।
বাউফলকে অনুকরণ করে বাংলাদেশের বিভিন্ন উপজেলায় এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা সিসি ক্যামেরার আওতায় নেওয়া হচ্ছে বলে বিভিন্ন মাধ্যমে জানা যায়। কলেজ থেকে ৩৫৫০ জন মাদ্রাসা থেকে ৭৩১ জন সহ মোট ৪২৮১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে।