বাংলাদেশ জয় করল দ্বিতীয় পদক কমনওয়েলথ গেমসে

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের দ্বিতীয় পদক জয়

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের দ্বিতীয় পদক জয়

কমনওয়েলথ গেমসের ২১তম আসরে বাংলাদেশকে দ্বিতীয় পদক এনে দিল শাকিল আহমেদ। আজ বুধবার বেলমন্ট শুটিং সেন্টারে অনুষ্ঠিত ফাইনালে ৫০ মিটার পিস্তলে ২২০.৫ স্কোরে রৌপ্য জিতেছেন বাংলাদেশের এই শুটার।

এর আগে কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্যপদক জিতে বাংলাদেশকে প্রথম পদক এনে দেন আবদুল্লাহ হেল বাকী। রবিবার অস্ট্রেলিয়ার বেলমন্ট শুটিং সেন্টারে বাকির স্কোর ছিলো ২৪৪.৭।

শাকিল আহমেদ ২০১৩ সালে সৈনিক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। এরপর ২০১৪ সাল থেকে শুটিং শুরু করেন তিনি। তার মূল ইভেন্ট ১০ মিটার এয়ার রাইফেলে চলমান আসরের ফাইনালে ১৫০.১ স্কোর করে ষষ্ঠ হয়েছিলেন।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *