বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণে কাউনিয়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল
মিজান,কাউনিয়া প্রতিনিধিঃ বাঙ্গালীর মহাকাশ জয় সফলভাবে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ হওয়ায় রংপুরের কাউনিয়ায় বাংলাদেশ ছাত্রলীগ এর আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ই মে) দুপুরে বাংলাদেশ ছাত্রলীগ উপজেলা ও কাউনিয়া কলেজ শাখা আয়োজিত একটি আনন্দ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বাসষ্ট্যান্ড (মুক্তিযোদ্ধা চত্বর) এসে উপজেলা ছাত্রলীগের সভাপতি সুশান্ত সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বালাপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক দিলদার আলী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান পিন্টু। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সিঃ সহ-সভাপতি জামিল হোসাইন, সহ-সভাপতি সাব্বির আহাম্মেদ সৈকত, রাজিব সরকার, যুগ্ন সম্পাদক রোকনুজ্জামান, আশিক আনসারী, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, মিজানুর রহমান মিলন, সদস্য আরিফ হোসেন, কাউনিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান আরমান, যুগ্ন সম্পাদক মাইদুল ইসলাম প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও কাউনিয়া কলেজ শাখার নেতা-কর্মীবৃন্দ। এসময় বক্তারা, সফলভাবে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানান এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট কামনা করেন।