বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের দৃশ্যে সজ্জিত রংপুরের দাসপাড়া পুজামন্ডব


আমিরুল ইসলাম, রংপুরঃ আনন্দমুখোর পরিবেশের মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব শারদীয় দুর্গাপূজার মহা সপ্তমী। সারাদেশের ন্যায় এই উৎসবে ব্যতিক্রম সাজসজ্জায় পূজা পালন করছে রংপুর নগরীর দাস পাড়া কালীমন্দিরের দুর্গামন্ডব। এবার ভিন্ন আঙ্গিকে কৃত্রিম বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের আদলে সাজানো হয়েছে এই পুজামন্ডবটি। প্রথম দিনেই পূজামন্ডবের এই দৃশ্যটি মন কেড়েছে মন্ডবে আসা পূজারীদের।
মায়ের আশির্বাদ নিতে এসে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সাথে পরিচয় করিয়ে দিতেই এমন ভিন্ন আঙ্গিকে পুজামন্ডবটি সাজানো হয়েছে বলে জানিয়েছে পূজা আয়োজকবৃন্দ।
মায়ের আগমনে অশুভ শক্তিকে বিনাশের মধ্য দিয়ে ও শুভশক্তির আগমনে শান্তিপূর্ণ পরিবেশে এবার রংপুর জেলাতে ৯৪১ টি পুজামন্ডবে পুজা উদযাপিত হচ্ছে বলে জানান মন্দিরের সভাপতি ও রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী ধীমান ভট্টাচার্য।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *