বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বির্নিমাণে কাজ করছে আওয়ামীলীগ- রংপুরে মতিয়া চৌধুরী
আমিরুল ইসলাম রংপুর: সকল বাঁধাকে অতিক্রম করে করে দেশের মানুষের রাজনৈতিক মুক্তি সামাজিক অগ্রগতি সেই বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে এগিয়ে যাচ্ছে বর্তমান আওয়ামীলীগ সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারিশমা দৃঢ মনোভাব আর একাগ্রতার কারণেই বাংলাদেশ আজ সারা বিশ্বের কাছে উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠা হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারি) বিকেলে রংপুর টাউন হলে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ।
মতিয়া চৌধুরী আরও বলেন, দেশের উন্নয়ন কর্মকান্ড দেখে দিশেহারা হয়ে আগামী নির্বাচনের আগে বিএনপি জামায়াত জোট দেশকে অস্থিতিশীল করার পাঁয়তার করছে। এরাই এর আগেও নির্বাচনের আগে পেট্রোল দিয়ে বোমা মেরে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছে। এদের অপতৎপরতার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন,জাতীর জনকের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে বর্তমান সরকার। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের শহর থেকে গ্রাম অঞ্চল পর্যন্ত উন্নয়ন কর্মকান্ড এগিয়ে চলছে। দেশেল মানুষ সুখে শান্তিতে আছে। কোন দুর্ভিক্ষ নেই। কৃষিতে স্বয়ং সম্পন্ন এখন দেশ। দুটি বড় ধরনের দুর্যোগ হলেও সরকার দক্ষতার সাথে তা মোকাবেলা করেছে। সরকারীভাবে ক্ষতিগ্রস্তের সহযোগিতা দেয়া হয়েছে। মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান শাফির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন,রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি , অর্থ সম্পাদক টিপু মুন্সি এমপি ,বদরগঞ্জ তারাগঞ্জ আসনের এমপি আহসানুল হক ডিউক চৌধুরী, সংরক্ষিত মহিলা এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া,জেলা সভাপতি মমতাজ উদ্দিন স্ধাারণ সম্পাদক রেজাউল করিম রাজু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. আনোয়ারুল ইসলাম, মোতাহার হোসেন মওলা, মহানগর সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল প্রমুখ।
এসয় প্রত্যেক উপজেলার নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।