ফের গণমাধ্যমের উপর ট্রাম্পের ক্ষোভ
মার্কিন প্রেসিডেন্টের নানা কেলেঙ্কারি প্রকাশের পর গণমাধ্যমের উপর ট্রাম্পের ক্ষোভ বিস্ফোরণে রূপ নিয়েছে। ট্রাম্প এবার টুইটার অ্যাকাউন্ট থেকে মার্কিন গণমাধ্যম ক্যাবল নিউজ নেটওয়ার্কের (সিএনএন) প্রেসিডেন্ট জেফ জুকারের ওপর ক্ষোভ ঝেড়ে এই টুইট বার্তায় বলেন, জেফ জুকারকে বরখাস্ত করা উচিত।
কেবল সিএনএন-ই নয় এনবিসি নিউজেরও সমালোচনা করেছেন ট্রাম্প। পাশাপাশি এনবিসি চেয়ারম্যান অ্যান্ডি ল্যাকের সমালোচনা করে ট্রাম্প বলেছেন, তাকে বরখাস্ত করাটাও ভালো হবে।
ট্রাম্পের অভিযোগ, তার (ট্রাম্পের) প্রতি বিরূপ মনোভাব পোষণ করায় সিএনএন ঠিকমত কাজই করতে পারছে না।
জুকার সম্প্রতি হার্ট সার্জারির কারণে সিএনএন থেকে ছয় সপ্তাহের ছুটিতে আছেন। তাকে নিয়ে ট্রাম্পের এ বক্তব্যের ব্যাপারে সিএনএন কোনো মন্তব্য করেনি।