প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইকে ২৪ বছরের কারাদন্ড

ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও বলপ্রয়োগের অভিযোগে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইকে দোষী সাব্যস্ত করে দেশটির আদালত । তার বিরুদ্ধে করা মামলার রায়ে ২৪ বছরের সাজা দিয়েছে দেশটির আদালত। গতকাল শুক্রবার আদালত এই রায় ঘোষণা করেন।

রায়ের বিচারক কিম সি উন বলেন, পার্ক জিউন হাই কোম্পানীগুলোকে তার পুরনো বান্ধবী চই সুন-সিলের নিয়ন্ত্রিত দুইটি ফাউন্ডেশনকে ৭৭.৪ বিলিয়ন উয়ন (৭২ মিলিয়ন ইউএস ডলার) দান করতে বাধ্য করেন।

আদালত বলেন, পার্ক ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন কোম্পানিকে ওই দাতব্য প্রতিষ্ঠানে এই অর্থ দিতে বাধ্য করেছেন। আদালতের প্রদত্ত শাস্তি পার্ককে ভোগ করতে হবে। তবে রায় ঘোষণার সময়ে পার্ক জিউন-হাই আদালতে উপস্থিত ছিলেন না।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *