প্রশ্ন ফাঁসে ব্যবহৃত ৩০০ ফোন বন্ধ, ১৪ জন গ্রেফতার
প্রশ্নপত্র ফাঁসে ব্যবহৃত প্রায় ৩০০ মোবাইল ফোন নম্বর চিহ্নিত করে সেগুলো ব্লক করে দিয়েছে সরকার। ইতিমধ্যে ১৪জনকে গ্রেফতার করা হয়েছে । বাকিদের বিরুদ্ধে গ্রেফতারের পাশাপাশি কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশ্ন ফাঁসের অভিযোগ সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই কমিটির প্রধান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর । গতকাল রবিবার সচিবালয়ে এই কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি বলেন, এ পর্যন্ত ৩০০ টেলিফোন নম্বর চিহ্নিত করে ব্লক করে দেয়া হয়েছে। এই নম্বরধারীদের অধিকাংশ শিক্ষার্থী। তবে এর মধ্যে অভিভাবকরাও রয়েছেন।
সচিব আরো জানান, যে ৩০০ মোবাইল নম্বর চিহ্নিত করে ব্লক করে দেওয়া হয়েছে সেগুলোর মালিককে ধরতে পুলিশ অভিযানে নেমেছে। ইতিমধ্যে ১৪জনকে গ্রেফতার করা হয়েছে, আরো গ্রেফতার করা হবে। শুধু গ্রেফতার নয়, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা আইন এবং সাইবার অপরাধের আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর প্রশ্নপত্র ফাঁসে জড়িতে যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত তারা যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে সেখান থেকে তাদের বহিস্কার করা হতে পারে।