প্রধানমন্ত্রীর স্বপ্ন দূর্ণীতিমুক্ত বাংলাদেশ গড়া -এমপি লিটা
রাণীশংকৈল প্রতিনিধি: কুরগাঁয়ের রাণীশংকৈলে “ দুর্ণীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮” ১লা এপ্রিল পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল কুদ্দুস’র সভাপতিত্বে উপজেলা হলরুম সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংরক্ষিত ৩০১ সাংসদ মোছাঃ সেলিনা জাহান লিটা প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূর্ণীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছেন। বন্ধ হলে দুর্ণীতি, উন্নয়নে আসবে গতি-তাই আজ সবাইকে শপথ নিতে হবে এ দেশ থেকে দূর্ণীতি মুক্ত হয়ে যাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আইনুল হক, ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মাষ্টার, উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মৌসুমী আফরিদা, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাক প্রশান্ত বসাক প্রমুখ। সারাদেশের কর্মসূচীর অংশ হিসেবে ২৬শে মার্চ-১লা এপ্রিল পর্যন্ত দূর্ণীতি প্রতিরোধ সপ্তাহ চলে। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিতিদের মাঝে শপথ বাক্য পাঠ করানো হয়।