পীরগাছা উপজেলা ছাত্রলীগের শীতকালীন অবকাশ উদযাপন উপলক্ষ্যে বনভোজন
আমিরুল ইসলাম, রংপুর: বনভোজন নানা আয়োজনের মধ্যদিয়ে শীতকালীন অবকাশ উদযাপন করেছে বাংলাদেশ ছাত্রলীগ পীরগাছা উপজেলা শাখা ও পীরগাছা সরকারী কলেজ শাখা।
বৃহস্পতিবার সন্ধায় পীরগাছা সরকারী কলেজ মাঠে সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ ও বিদায়ী অফিসার ইনচার্জ এবং উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছোসেবক লীগ, শ্রমীকলীগসহ সকল সহযোগী সঙ্গঠনের নের্তৃবৃন্দদের সাথে নিয়ে শীতকালীন অবকাশ উদযাপন উপলক্ষ্যে আলোচনা, স্মৃতিচারণ, প্রতীভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে উপজেলা ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ওয়াসিম আহম্মেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সাফায়েত জামিলের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পীরগাছা থানা অফিসার ইনচার্জ সরেশ চন্দ্র, বিদায়ী অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন, তদন্ত ওসি জাকির হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল হাকিম সরদার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, সাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দিন, জেলা পরিষদ সদস্য ফিরোজ হোসেন মিয়া, কৈকুড়ী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম লেবুসহ অন্যান্যরা।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল হান্নান মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ জাহিদুল ইসলাম, পারুল ইউনিয়ন আ’লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান সাজু, তাম্বুলপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শাহীন সরদার, পীরগাছা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক শামীম সরদারসহ উপজেলা ও ইউনিয়ন আ’লীগ, ছাত্রলীগের নের্তৃবৃন্দ।