পীরগাছায় গণতন্ত্রের বিজয় দিবস পালন করেছে উপজেলা আওয়ামীলীগ
অামিরুল ইসলাম,রংপুর: সারা দেশের ন্যায় রংপুরের পীরগাছায় বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে ৫ জানুয়ারী সংবিধান রক্ষা ও গণতন্ত্রের বিজয় দিবস পালন করেছে পীরগাছা উপজেলা আওয়ামীলীগ।
শুক্রবার বিকেলে পীরগাছা উপজেলা আ’লীগের সভাপতি আব্দল হাকিম সর্দারের সভাপতিত্বে পীরগাছা হাই স্কুল মাঠে এ উপলক্ষে এক বিশাল আলোচনা সভা অনুিষ্ঠত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন পীরগাছা- কাউনিয়া এলাকার সংসদ, বীর মুক্তিযোদ্ধা জনাব টিপু মুন্সীএমপি। বিশেষ অতিথি ছিলেন, রংপুর জেলা আ’লীগের সাংগাঠনিক সম্পাদক তুহিন চৌধুরী, পীরগাছা উপজেলা আ’লীগের সাধাণ সম্পাদক আব্দুল্লাহ- আল-মাহমুদ মিলন, যুবলীগ নেতা আব্দুল হামিদ সর্দারসহ সকল ইউনিয়ন চেয়ারম্যান গন, বিভিন্ন ইউনিয়ন সভাপতি ও সম্পাদক যুবলীগ ছাত্রলীগসহ মহিলা আ’লীগের নেত্রীগন। প্রতিটি ইউনিয়ন থেকে বাদকদলসহ বর্ণাঢ্য সাজে বিশাল মিছিল এসে সমাবেশ মুখরিত করে তুলে। প্রায় ৫ হাজারের অধিক নেতাকর্মীর মধ্যে মহিলা নেতা কর্মীরা সংখ্যা ছিল বেশি।
২০১৪ সালের ৫ জানুয়ারী আওয়ামীলীগ সরকার নির্বাচিত হওয়ায় দিনটিকে ‘সংবিধান রক্ষা ও গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করে দলটি।