পীরগাছায় এক হাজার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করেন টিপু মুন্সি এমপি
আমিরুল ইসলাম, রংপুর: মানসম্মত শিক্ষা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পীরগাছা সদর ইউনিয়নের উদ্যোগে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজার সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে বক্তব্য রাখেন পীরগাছা-কাউনিয়ার সাংসদ সরাষ্ট্র মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি।
এসময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আফছার আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিক উজ-জামান, জেলা আ”লীগের সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী, উপজেলা আ”লীগের সভাপতি আব্দুল হাকিম সরদার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াজেদ আলী সরকার, পীরগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, উপজেলা ছাত্রলীগ সভাপতি ওয়াসিম আহম্মেদ, সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ সাফায়েত জামিলসহ অন্যান্য নের্তৃবৃন্দ।
পরে উপজেলার ৩০টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় একহাজার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।