পীরগাছার সারা মেমোরিয়াল হাইস্কুলের একাডেমিক ভবন উদ্বোধন
আমিরুল ইসলাম, রংপুর: রংপুরের পীরগাছা উপজেলার সার মেমোরিয়াল হাইস্কুলের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে সারা মেমোরিয়াল হাইস্কুল প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পীরগাছা কাউনিয়ার সাংসদ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি।
সারা মেমোরিয়াল স্কুলের সভাপতি ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটাকুমারী কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, পীরগাছা থানার ওসি তদন্ত জাকির হোসেন, বাংলাদেশ আ’লীগ রংপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল হাকিম সরদার, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস ভ’ঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ডা: জাহিদুল ইসলাম, তাম্বুলপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শাহীন সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াসিম আহম্মেদ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মাদ শাফায়েত জামিল প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন স্থরের আগত অতিথিসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সকল সদস্য ও শিক্ষার্থীবৃন্দ।