পীরগাছার অন্নদানগর ইউনিয়নে আ’লীগের বিশাল জনসভা অনুষ্ঠিত
আমিরুল ইসলাম, রংপুর: রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নে আওয়ামী লীগের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধায় অন্নদানগর ইউনিয়ন আ’লীগের সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে সাতদরগা হাইস্কুল মাঠে অন্নদানগর ইউনিয়ন আ’লীগ কর্তৃক আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সংশোধীয় স্থায়ী কমিটির সভাপতি পীরগাছা কাউনিয়র সাংসদ বরি মুক্তিযোদ্ধা টিপু মুন্সি।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি এমপি বলেন, শেখ হাছিনা সরকারের কারণে দেশে এখন উন্নয়নের জোয়ার বইছে সারা দেশের ন্যায় আমার পীরগাছা কাউনিয়ার মানুষের মাঝেও শান্তি ও স্বস্তি ফিরে এসছে, ঘরে ঘরে বিদ্যুত, ভুমিহীন মানুষের পূনরবাসন হয়েছে।
দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নকে আরো বেগবান করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান টিপু মুন্সি এমপি।
হাজারো জনতার উপস্থিতিতে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকা মার্কায় আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দেওয়ার আহবানে ও সন্ত্রাস জঙ্গিবাদ মাদকসহ সকল অপশক্তি বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুলতে বক্তব্য রাখেন রংপুর জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু, সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, তুহিন চৌধুরী দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম টুটুল, জেলা মহিলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজি রহমান, পীরগাছা উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল হাকিম সরদার, সহ-সভাপতি আব্দুল হান্নান মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মীর মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দিন, জেলা পরিষদের সদস্য ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বাবু অপূর্ব কুমার সাহা স্বপন, অন্নদানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহবায়ক আরিফুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রলীগ সভাপতি ওয়াসিম আহম্মেদ, সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ সাফায়েত জামিলসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ ও অন্নদানগর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সভাপতি সম্পাদকসহ সর্বস্তরের নারী পুরুষসহ সর্বস্তরের জনতা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীবৃন্দ।