পীরগঞ্জে স্বেচ্ছায় মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ
পীরগঞ্জ প্রতিনিধি: রংপুরের পীরপঞ্জে ইউপি চেয়ারম্যানের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন ২জন মাদক ব্যবসায়ী। সোমবার সন্ধায় বেলবাড়ী ইসলামিয়া হাফেজিয়া মাদরাসায় তারা ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. নুরুল হকের কাছে স্বেচ্ছায় আনুষ্ঠানিকভাবে আত্মসমপর্ন করেন। আত্বসমর্পণ কারীরা হলেন, উপজেলার ৩নং বড়দরগা ইউনিয়নের বেলবাড়ী গ্রামের নজরুল ইসলামের পুত্র মাদক ব্যবসায়ী মো. মোজাহেদুল ইসলাম ও একই গ্রামের মৃত আব্দুর গফুরের পুত্র সাজেদুল ইসলাম।
মাদক ব্যবসায়ীরা বলেন, ভুলবসত দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক সেবন এবং ব্যবসা করে আসছে এখন ভুল বুঝতে পেরে তারা স্বাভাবিকভাবে জীবন যাপন করতে চায়।
ইউনিয়নের বেলবাড়ী শোলাগাড়ী এবং ঢোরাকান্ত’এর প্রায় ৫শাতাধিক এলাকাবাসীর উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সাদেকুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম, ইউপি সদস্য আলতাফ হোসেন, বড়দরগা শেখ রাসেল ক্রিড়া চক্রের সভাপতি রিফাত আহম্মেদ সাঈদ, ৩নং ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নের্তৃবৃন্দ।