‘পদ্মাবত’ মুক্তিবন্ধে ভারতের আহমেদাবাদে বিক্ষোভ

‘পদ্মাবত’ মুক্তিবন্ধে ভারতের আহমেদাবাদে বিক্ষোভ

‘পদ্মাবত’ মুক্তিবন্ধে ভারতের আহমেদাবাদে বিক্ষোভ

বিতর্কিত বলিউড সিনেমা ‘পদ্মাবত’ এর মুক্তি বন্ধে কয়েকশ’ বিক্ষোভকারী ব্যাপক তাণ্ডব চালিয়েছে ভারতের আহমেদাবাদ নগরীতে। একটি শপিং মলে ভাঙচুর ও গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার সিনেমাটির মুক্তির কথা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে গুজরাটে মঙ্গলবার রাত থেকেই সিনেমাটি প্রদর্শনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। রাতভর বিক্ষোভ চলে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

একজন হিন্দু রানীকে কেন্দ্র করে সিনেমাটি নির্মিত হয়েছে। পুলিশ জানায়, কয়েকশ’ বিক্ষোভকারী মলের বিভিন্ন দোকানে হামলা চালায় এবং নগরীর বিভিন্ন স্থানে ৫০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় ও ১৫০টির বেশি গাড়ি ভাংচুর করে। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী প্রদিপসিং জাদেজা জানান, মঙ্গলবার আইন-শৃঙ্খলা ভঙ্গ ও ভাঙচুর করার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এই সিনেমাকে কেন্দ্র করে এ পর্যন্ত গত ৪৮ ঘণ্টায় ৬০ জনের বেশি লোককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, আইন লঙ্ঘন ও দাঙ্গা-হাঙ্গামার করার অভিযোগে গুজরাটে পাঁচ শতাধিক লোকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *