পঞ্চগড়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ আহত ২০
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের দশমাইলে যাত্রীবাহী বাসের সঙ্গে বৈদ্যুতিক খুটিবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আজ শুক্রবার রাত পৌনে ৮ টার দিকে তেঁতুলিয়া-ঢাকা মহাসড়কের দশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আবু আক্কাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন। আশঙ্কাজনক আহতদের হাসপাতালে নেওয়ার পথে নিহত হন আরও ৩ জন।