পঞ্চগড়ে জেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়: পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চুর দায়িত্ব গ্রহণের এক বছর সফলভাবে পূর্ণ করায় সংবর্ধনা দিয়েছে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নবাসী।
রোববার (১৪ জানুয়ারি) রাতে জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের রতনীবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সংবর্ধনা দেয়া হয়।
রতনীবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মশিউর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আব্বাস আলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আনিসুজ্জামান স্বপন, চাকলাহাট ইউনিয়ন পরিষদের সভাপতি আব্দুল কুদ্দুস প্রামানিক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বুলেট। এর আগে জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চুর আগমন উপলক্ষে ওই এলাকায় ২৭ টি তোড়ন নির্মাণ করা হয়। জেলা পরিষদ চেয়ারম্যান চাকলাহাট এলাকায় পৌছালে প্রত্যেক তোড়নে দাঁড়িয়ে স্থানীয়রা তাকে ফুল দিয়ে তাকে সংবর্ধনা শুভেচ্ছা জানায়।
জানা যায়, জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে আমানুল্লাহ বাচ্চু অন্য সকল এলাকার মতো চাকলাহাট এলাকার বিভিন্ন মসজিদ, মন্দির, বিদ্যালয়, শ্মশান ও ঈদগাসহ বিভিন্ন খাতে ব্যাপক বরাদ্দ দিয়েছেন। তার দায়িত্ব গ্রহণের এক বছরের সফলতার ধারাবাহিকতায় এই সংবর্ধনা দেয়া হয়।