নৌকায় ভোট দিলে দেশ আরো এগিয়ে যাবে-আক্কেলপুরে ওবায়দুল কাদের


আবু রায়হান, জয়পুরহাটঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড জনগনের মাঝে পৌছে দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের ট্রেন সফর উপলক্ষ্যে জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামীলীগের এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা থেকে চিলাহাটীগামি নিল সাগড় আন্তঃনগর ট্রেনযোগে ৮ সেপ্টেম্বর বিকাল ৪ টায় আক্কেলপুর রেলষ্টেশনে বলেন বর্তমান সরকারের মননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চান। তিনি বলেন জয়পুরহাট ২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন একজন সফল এমপি। আগামীতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে এই অঞ্চলের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোকছেদ আলী মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর। উক্ত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট ২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইতিমধ্য অত্র নির্বাচনি এলাকায় রাস্তাঘাট, স্কুল কলেজ, মাদ্রাসা সরকারী করনসহ ব্যপক উন্নয়ন করা হয়েছে এবং উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আরো ব্যপক উন্নয়ন করা হবে বলে প্রয়াশ ব্যক্ত বরেন। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এম.পি, বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ এম.পি, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অসীম কুমার উকিল এম.পি, বাংলাদেশ আওয়ামীলীগের সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক বি.এম মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা এম.পি, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এম.পি, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এম.পি, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া এম.পি।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *