‘নির্বাচন কমিশন যোগ্য নয়’ – ফখরুল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচন স্থগিত হওয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন ইউনিয়নগুলোকে সিটিতে আনা হয়েছে, তার সীমানা নির্ধারণ করা হয়নি, ভোটার তালিকা নিশ্চিত করা হয়নি। এতেই প্রমাণিত হয়, নির্বাচন কমিশন যোগ্য নয়।

শুক্রবার রাজধানীর শেরে বাংলা নগরে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সম্পূর্ণ ব্যর্থতা মন্তব্য করে এসব কথা বলেন তিনি।

দেশ বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়েছে মন্তব্য করে ফখরুল বলেন, নিশ্চিত পরাজয় জেনে সরকার যোগসাজশ করে ডিএনসিসি নির্বাচন স্থগিত করেছে।

এর আগে, জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *