নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি প্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন – ওবায়দুল কাদের
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি প্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন। নির্বাচন বর্জন করে বিএনপি আগামী জাতীয় নির্বাচনের আগে একটা ষড়যন্ত্র করার পাঁয়তারা করছে।”
তিন সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে গতকাল সোমবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
এর আগে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দুই দফায় দলের পক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এই তিন সিটিতে উত্সবমুখর পরিবেশে নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি মিথ্যাচার করছে।
মাহবুব-উল-আলম হানিফ অভিযোগ করে বলেন, বরিশাল সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডে সৈয়দ মজিদুল ইসলাম কেন্দ্রে বিএনপির প্রার্থী আওয়ামী লীগের এজেন্টদের বের করে দেয়।