নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারে অগ্নিকান্ড, নিহত ১

গতকাল শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । অগ্নিকান্ডে ৬৭ বছর বয়সী ১ জন বাসিন্দা নিহত হয়েছে । এছাড়া আগুন নিভাতে এসে ৬জন দমকলকর্মী দগ্ধ হয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিউ ইয়র্ক ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে।

নিউ ইয়র্ক পুলিশ সিএনএনকে জানিয়েছেন, ৬৭ বছর বয়সী নিহত টড ব্রাসনার বিল্ডিংয়ের ৫০তম তলার বাসিন্দা। অগ্নিকাণ্ডের পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র জানিয়েছেন, বহুতল ভবনটির ৫০তম তলা থেতে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডের খরব শোনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনা স্থলে ছুটে জান। ২০০ ফায়ার সার্ভিসের কর্মী ২ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তিনি আরো জানান, এ সময় ৬জন দমকলকর্মী আহত হন। তবে তারা এখন আশঙ্কামুক্ত।

ফায়ার সার্ভিসের কমিশনার ড্যানিয়েল নিগ্রো জানান, ভবনটির ৬৮তলায় ট্রাম্পের বাসা ও অফিস রয়েছে। তবে আগুন লাগার সময় ট্রাম্প পরিবারের কেউ সেখানে ছিলেন না।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *