নাগদাহ নিউ জেনারেশনের উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান
আমিরুল ইসলাম, রংপুর: ঈদ পূনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে পীরগাছা উপজেলার নাগদাহ নিউ জেনারেশন ক্লাব।
ঈদল ফিতরের দিবাগত সন্ধায় উপজেলার পারুল ইউনিয়নের নাগদাহ মোড়ে হাজারো উৎসুক জনতার উপস্থিতিতে পূনর্মিলনী আলোচনা সভায় বক্তব্য রাখেন ২নং পারুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ খান।
এসময় উপস্থিত ছিলেন, পারুল ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম সোভন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আতোয়ার রহমান, সাধারণ সম্পাদক মন্তাজুর রহমান জিল্লাল, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, পারুল ইউনিয়ন যুবলীগ নেতা সাঈদুর রহমান সাঈদ সহ নিউ জেনারেশনের সদস্যবৃন্দ।
পরে রকস্টার শিল্পী গোষ্ঠির সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।