নবাবগঞ্জে রাতে আধারে আম বাগানের চারাগাছ কর্তন
মোহাম্মদ হাসিম উদ্দিন নবাবগঞ্জ: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় রাতের আধারে মিনু বেগমের আম বাগানের উন্নত জাতের ২৫টি হাড়িভাঙ্গা আম গাছ ও কয়েকটি উন্নত জাতের লাউ কদুর গাছ কে বা কারা কেটে ফেলেছে ।
রবিবার দিবাগত রাতে উপজেলার রামভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ মিনু বেগম জানান, “আমার রোপিত আম বাগানটির সঙ্গে কারো কোন শত্রুতা নেই। তবে আমার ছেলে তুহিন মিয়া আওয়ামী লীগ করায় শত্রুতাপুর্বক কেউ করতে পারে”। যুবলীগ সদস্য তুহিন মিয়া জানান, খালেদা জিয়াকে আদালত কারাদণ্ড দেয়ার রায় প্রকাশের দিন শুক্রবার রাতে আমি সহ স্থানীয় ছরোয়ার,মারফিদুল,জনি,আলমাস সহ কয়েক জন মিলে পিকনিকের আয়োজন করি। রায় প্রকাশের দিন পিকনিক খাওয়ার কারনে আমাদের আম বাগানের চারাগাছ গুলো কেটে ফেলেছে তারা।