নবাবগঞ্জে বিদ্যুৎ পেয়ে হাসছে আদিবাসীরা
মোহাম্মদ হাসিম উদ্দিন, নবাবগঞ্জ: “শেখ হাসিনার উদ্যেগ ঘরে ঘরে বিদ্যুৎ” এ শ্লোগানকে সামনে রেখে গত ২ এপ্রিল সোমবার নবাবগঞ্জের ১ নং জয়পুর ইউনিয়নের পুলবান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পুলবান্দা আদিবাসী গ্রামে শুভ গ্রাম বিদ্যুতায়নের শুভ উদ্ভোধন করা হয়। জয়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাঃসম্পাদক মোঃ সামছুল হকের উপস্থাপনায় বিদ্যালয়ের সভাপতি সুজাউদদৌলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও শুভ গ্রাম বিদ্যুতায়নের উদ্ভোধন করেন মোঃ শিবলী সাদিক এম.পি। গ্রামবাসীরা বলেন, এমপি শিবলী সাদিকের ঐকান্তিক প্রচেষ্ঠায় তারা আজ এই অজো পাড়াগাঁয়ে বিদ্যুতের মুখ দেখছে। তারা বলেন মোঃ শিবলী সাদিকের সহায়তায় সম্ভব হয়েছে এমন একটি কাজ সম্পাদনের। গ্রামবাসী এমপি শিবলী সাদিকের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সামছুজ্জামান শানু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিনুর রহমান সবুজ, যুগ্ন সম্পাদক আরিফুজ্জামান জনি, ৯ নং কুশদহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, সাঃ সম্পাদক মোঃ সাজেদুল করিম দুদু, পুলবান্দা সরকারী প্রাথমিক ব্যিালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, শিক্ষক মোঃ সাফুল ইসলাম প্রমুখ।