নবাবগঞ্জে জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা 


মোহাম্মদ হাসিম উদ্দিন  দিনাজপুর  প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে হেযবুত তওহীদের উদ্যোগে কর্মী সমাবেশ ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা  সভা  অনুষ্ঠিত হয়েছে।
রবিবার  সকাল ১১টায় বৃহত্তর  দিনাজপুর দক্ষিণ ও উত্তর  জেলা শাখার  সকল উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হেযবুত তওহীদের কর্মীদের নিয়ে দিনাজপুরে নবাবগঞ্জের বিনোদ নগরে এ সভা অনুষ্ঠিত হয়।
হেযবুত তওহীদের দক্ষিণ  জেলা সভাপতি মোহাম্মদ হাসিম উদ্দিনের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক  মোঃ শফিকুল আলম উখবাহ।
প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার নানামুখী ষড়যন্ত্র মোকাবেলায় সন্ত্রাস জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকলকে নিঃস্বার্থভাবে হেযবুত তওহীদের জনসচেতনতা মূলক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক  কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশেক মাহমুদ,দিনাজপুর উত্তর শাখার সভাপতি মো.আবু সুফিয়ান,  বিভাগীয় দপ্তর সম্পাদক আব্দুর রাকিব সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *