নবাবগঞ্জে গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন করেন শিবলী সাদিক এমপি
নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলার বিনোদনগর ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধায় প্রধান অথিতি হিসেবে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক গ্রামবিদ্যুতায়নের উদ্বোধন করেন এবং গ্রামবাসীর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নবাবগঞ্জ সাবজোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মোঃ আইয়ুব আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলমগীর, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।