নবাবগঞ্জে একাডেমিক ভবনের উদ্বোধন
মোহাম্মদ হাসিম উদ্দিন নবাবগঞ্জ:দিনাজপুরের নবাবগঞ্জে তথ্য প্রযুক্তি সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারী কলেজ সমুহের উন্নয়ন প্রকল্পের আওতায় সরকারি ভাবে নির্মিত রঘুনাথপুর মহাবিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন ও একাদ্বশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীর বরন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে একাডেমিক ভবনের ফিতা কেটে উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক। পরে তিনি কলেজ চত্বরে অনুষ্ঠিত নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কলেজের সভাপতি ডাঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে নবীন বরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিনোদনকেন্দ্র স্বপ্নপুরীর স্বত্বাধীকারী মোঃ দেলোয়ার হোসেন, সাবেক ইউ,পি চেয়ারম্যান মোঃ আঃ লতিফ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আমির হোসেন, মোঃ সাদেকুল ইসলাম, মোঃ মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, কলেজের অধ্যক্ষ মোঃ মাহাবুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিনুর রহমান সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।