নবাবগঞ্জে আদিবাসী কোটা বহাল রাখার দাবিতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান

মোহাম্মদ হাসিমউদ্দিন নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী কোটা সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কোঠা বহাল রাখার দাবীতে মানবন্ধন, স্বারকলিপি প্রদান ও সাংবাদিক সম্মেলন করেছে উপজেলার ক্ষুদ্র -নৃগোষ্ঠি সম্প্রদায়। 

বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে নবাবগঞ্জ-বিরামপুর সড়কে সান্তাল ষ্টুডেন্টস ফেডারেশনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন শেষে তারা প্রধান মন্ত্রার বরাবরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাবী সম্বলিত স্মারক লিপি প্রদান করে। পরে তারা উপজেলা প্রেসক্লবে সাংবাদিক সম্মেলন করে। এত লিখিত বক্তব্য পাঠ করেন সান্তাল স্টুডেন্ট ফেডারেশনের সভাপতি মিকাইল টুডু । সংবাদ সম্মেলনে দিনাজপুর জেলা উত্তরবঙ্গ আদিবাসী ফোরানের আহবায়ক শ্যামল মাডীর্ , স্টুডেন্ট ফেডারেশনর সহ-সভাপতি রবিন মুুর্মু , হাজি দানেশ বিশ্ব বিদ্যালয়ের স্টুডেন্ট নিরালা সরেন প্রমুখ বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান- চলমান কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিগত ১৩ আগষ্ট কোটা সংস্কার কমিটির প্রতিবেদনে আদিবাসী কোটা সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কোটা বাতিলের সুপারিশ করা হয়। আদিবাসী কোটা বাতিল হলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আরও পিছিয়ে পড়বে। ফলে তাদের কোটা বহাল রাখার দাবী জানায়।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *