দুর্গাপূজার জন্য কর্মসূচি পেছালো বিএনপি
২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলায় দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের যাবজ্জীবন সাজার রায়ের পর বিএনপির ঘোষিত মঙ্গলবারের কালো পতাকা মিছিলের কর্মসূচি দুর্গাপূজার কারণে পেছানো হয়েছে। এই কর্মসূচি হবে ২১ অক্টোবর। একই সঙ্গে মহিলা দল ও শ্রমিক দলের ঘোষিত মানববন্ধনে কর্মসূচির তারিখ পরিবর্তন করে ২০ অক্টোবর ও ২২ অক্টোবর করা হয়েছে।
শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পরিবর্তিত কর্মসূচির কথা জানান।