দু’মাস ধরে নিখোঁজ কাউনিয়ার এক স্কুল ছাত্রের সন্ধান এখনো দিতে পারেনি পুলিশ

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় আব্দুস ছালাম (১৭) নামের এক স্কুল ছাত্র গত দু’মাস ধরে নিখোঁজ হলেও পুলিশ এখনো তার সন্ধান দিতে পারেনি। দিন যতোই গড়াচ্ছে পিতা-মাতার আশংকা ততোই বাড়ছে। সে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদীবাড়ী গ্রামের আকবর আলীর ছেলে ও হলদীবাড়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এঘটনায় কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
থানা ও পারিবারিক সূত্রে জানাগেছে, গত ৪ মে রাত সাড়ে ১০টার দিকে আব্দুস ছালাম বাড়ী থেকে রাস্তায় বাহির হয়। কিন্তু রাত গভীর হলেও সে আর বাড়ি ফিরে আসে নাই। এরপর পরিবারের লোকজন আত্মীয়-স্বজনের বাড়ি, হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও আজ পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি। এঘটনায় নিখোঁজ স্কুল ছাত্রের পিতা আকবর আলী গত ১৮ জুন’২০১৮ইং একটি সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরিতে উল্ল্যেখ করা হয়, স্কুল ছাত্র আব্দুস ছালামের গায়ের রং শ্যামলা, উচ্চতা পাঁচ ফুটের বেশী। বাড়ী থেকে বাহির হওয়ার সময় তাঁর পরনে ছিলো জিন্সের প্যান্ট ও নীল-কালো রংঙ্গের শার্ট এবং দুই কানে ছিদ্র আছে। নিখোঁজ স্কুল ছাত্রের পিতা জানান, তাঁর ছেলে গত বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে এক বিষয়ে ফেল করে। এবার সে পরীক্ষায় অংশ করে এবং রেজাল্ট প্রকাশ হওয়ার দুইদিন আগে নিখোঁজ হয়ে যায়। এব্যাপারে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশীদ বলেন, নিখোঁজ বার্তা দেশের সব থানায় পাঠানো হয়েছে এবং তাকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *