দুই দিনের সরকারি সফরে ভোলা যাচ্ছেন রাষ্ট্রপতি
আজ বুধবার দুপুরে হেলিকপ্টারে করে দুই দিনের সরকারি সফরে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ভোলার চরফ্যাশনে যাবেন। এ সফরে রাষ্ট্রপতি চরফ্যাশন উপজেলায় জ্যাকব টাওয়ার, কুকরি মুকরি ইকো পার্ক, হরিণ প্রজনন কেন্দ্র এবং ভোলা সদর উপজেলার বাংলাবাজারে স্বাধীনতা যাদুঘরসহ বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করবেন
বিকেলে টিবি মাধ্যমিক বিদ্যালয়ে সুধী সমাবেশে ভাষণ দেবেন। পরদিন সকালে চরকুকরি মুকরিতে পর্যটন কেন্দ্র ও ইকোপার্ক এবং বাংলাবাজারে স্বাধীনতা জাদুঘর উদ্বোধন করবেন তিনি।
এদিকে রাষ্টপতির আগমনকে কেন্দ্র করে ভোলা ও চরফ্যাশন উৎসবের শহরের পরিণত হয়েছে। ব্যানার, ফেস্টুন, তোরন ও আলোকসজ্জায় ছেয়ে পুরো এলাকা। রাষ্টপতি আবদুল হামিদ এর আগমনে দলীয় নেতাকর্মীদের মাঝে প্রণাচাঞ্চল্য ফিরে এসেছে। দুই উপজেলাসহ পুরো জেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার গ্রহণের পর ভোলা জেলায় এটি তার প্রথম রাষ্ট্রীয় সফর।