দুই গ্রুপের আলাদাভাবে ইজতেমা, সমস্যা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিদ্যমান দুই গ্রুপ আলাদাভাবে ইজতেমা করছে। আশা করি কোনো সমস্যা হবে না। বিদেশি মেহমানদের জন্য বিগত বছরের তুলনায় এবার আরও সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে।

তিনি বলেন, মুসল্লিদের নিরাপত্তায় পুলিশের সাইবার ইউনিটসহ র‌্যাব ও সেনাবাহিনী থাকবে। প্রয়োজনে বিজিবি সদস্যদের প্রস্তুত রাখা হবে।

শুক্রবার বিকেলে গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

সভায় জেলা প্রশাসক আনিসুর রহমান প্রশাসনের গৃহীত ব্যবস্থা ও বাস্তবায়ন নিয়ে উপস্থাপনা পেশ করেন। এতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তর, সংস্থা ও অধিদপ্তরের প্রতিনিধি, ইজতেমার আয়োজক শীর্ষক অন্যান্যরা অংশ নেন।

উল্লেখ্য, আগামী ১৩ জানুয়ারি শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে মাওলানা যোবায়েরপন্থী মুসল্লিরা অংশ নেবেন। চারদিন বিরতির পর ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। এতে অংশ নেবেন সাদপন্থী মুসল্লিরা।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *