দিনাজপুরের স্বপ্নপুরীতে রংপুর বিভাগের পুলিশ রেঞ্জের বনভোজন ও কম্বল বিতরন
এম রুহুল আমিন প্রধান: দিনাজপুরের নবাবগঞ্জ বেসরকারী পর্যটন কেন্দ্র স্বপ্নপুরীতে রোববার সকাল ১১টায় রংপুর পুলিশ রেঞ্জের আয়োজনে আট জেলার পুলিশ কর্মকর্তাদের নিয়ে বাৎসরিক বনভোজন শেষে হতদরিদ্র অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরন করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি বিপিএম পিপিএম মোঃ গোলাম ফারুক। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার শ্রেষ্ঠ পুলিশ সুপার মো. হামিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. মিজানুর রহমান, বিরামপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার এএসএম মো. হাফিজুর রহমান, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, বিরামপুর থানা অফিসার ইনচার্জ মোকলেছুর রহমান, ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, হাকিমপুর থানা অফিসার ইনচার্জ মো. সব্বুর হোসেন প্রমুখ। কম্বল বিতরন শেষে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি বলেছেন, আইন শৃঙ্খলা উন্নয়নে পুলিশকে আরো দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। পুলিশ যে জনগনের বন্ধু কথায় না কাজেই প্রমান করতে হবে। সন্ত্রাস জঙ্গিবাদ মাদকসহ সকল প্রকার অপরাধমুলক কর্মকান্ড প্রতিরোধে সকল পেশাজীবীদের এগিয়ে আসার আহবান জানান ডিআইজি।