দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

খালেদা জিয়া বৈঠক – ফাইল ছবি

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে আগামীকাল শনিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। রাত সাড়ে ৮টায় দলের গুলশান কার্যালয়ে এ বৈঠক ডাকা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।

আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা হবে। গতকাল বৃহস্পতিবার এ মামলার শুনানির সময় এ ঘোষণা দেন ঢাকার বিশেষ জজ-৫-এর বিচারক আখতারুজ্জামান।

বিএনপির একটি সূত্র জানায়, ৮ ফেব্রুয়ারির ওই রায়ের বিষয়েই মূলত কালকের বৈঠকে আলোচনা হবে। রায়ের পর বিএনপির করণীয় নিয়ে কালকের বৈঠকের মূল আলোচনা হবে।

২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া অরফানেজ মামলার আসামিরা হলেন খালেদা জিয়া, তারেক রহমান, মাগুরার বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক, সাবেক প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান। মামলায় শুরু থেকেই পলাতক কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *