দক্ষিণ আফ্রিকায় মাটিতে ভারতের প্রথম সিরিজ জয়
পঞ্চম ওয়ানডেতে প্রোটিয়াদের ৭৩ রানে পরাজিত করে প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড গড়েছে ভারত। মঙ্গলবার পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে অনুষ্ঠিত পঞ্চম ওয়ানডেতে জয়ী হয়ে ভারত ছয় ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিয়েছে।
টসে জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান স্বাগতিক অধিনায়ক এইডেন মার্করাম। রোহিত শর্মার সেঞ্চুরিতে ভর করে ভারত ৭ উইকেটে ২৭৪ রান সংগ্রহ করে। জবাবে ভারতীয় দুই স্পিনার কুলদ্বীপ যাদব ও যুজভেন্দ্র চাহালের ঘূর্ণিতে দক্ষিণ আফ্রিকার ইনিংস ৪২.২ ওভারে ২০১ রানেই গুটিয়ে যায়। পোর্ট এলিজাবেথে ধীর গতির ট্র্যাকে কুলদ্বীপ ৫৭ রানে ৪টি ও চাহাল ৪৩ রানে নিয়েছেন ২ উইকেট।
আগামী শুক্রবার সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্কে সিরিজের ষষ্ঠ ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।