ত্রিদেশীয় সিরিজের ফাইনালে তিন পরিবর্তন বাংলাদেশ একাদশে
বাংলাদেশের একাদশে তিনটি পরিবর্তন এসেছে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে । প্রথমবারের মতো ত্রিদেশীয় সিরিজে খেলছেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ ও টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিনও।
২০১৪ সালে দেশের মাটিতে ভারতের বিপক্ষে দুটি ম্যাচের পর এই প্রথম ওয়ানডে খেলবেন মিঠুন। গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামার পর এই প্রথম খেলছেন মিরাজ। অপরদিকে চলতি সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলেছিলেন সাইফ। নতুন এই অন্তর্ভুক্তিতে একাদশ থেকে বাদ পড়েছেন ওপেনার এনামুল হক বিজয়, অলরাউন্ডার নাসির হোসেন ও আবুল হাসান।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।