তেঁতুলিয়ায় মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের মানববন্ধন
মমতাজ আলী, তেঁতুলিয়া: শিক্ষক ও কর্মচারীদের চাকুরী জাতীয় করণের দাবীতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে । রোববার দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির তেঁতুলিয়া উপজেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার ২৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় একহাজার শিক্ষক কর্মচারী মানববন্ধনে অংশ নেন । মানববন্ধনের আগে বিক্ষোভ মিছিল করেন শিক্ষক কর্মচারিরা। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাসেদের সভাপতিত্বে তেঁতুলিয়া চৌরাস্তায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক আব্দুররশিদ, জাতীয়করণ সংগ্রাম কমিটির সদস্য সোহরাব আলী, সাবেক সভাপতি আনোয়ারুল হক, শিক্ষক আবু জাফর প্রমুখ ।